পোড়া ভালোবাসা । আরিফুল ইসলাম । বিবর্তনবাদ সিরিজের নতুন পর্ব


পোড়া ভালবাসা 

 ( বিবর্তনবাদ সিরিজের   নতুন পর্ব) 

লেখকঃ আরিফুল  ইসলাম 

পৃথিবীতে সৌন্দর্যের সংজ্ঞা আমার জানা নেই ! ভাইকে জিজ্ঞেস করলাম ,''সৌন্দর্যের কি কোনো সংজ্ঞা আছে?'' --তোমার মতো আমারও মনে হয় কোনো সংজ্ঞা নেই ! --আমার কাছে এরকম ই মনে হয় ।দার্শনিকতীর দিক থেকেই বলছি ! তোমার মনে আছে ?আমার উক্তিটার কথা! --কোনটা? --"মানুষের এক রূপ থেকে আরেক রূপ ধারণের প্রচেষ্টার কারণেই বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণের জন্ম হয়।" --I deeply faith for some angles. আরিফ কথা বলে না ! দীর্ঘশ্বাস ফেলে ।ছোট ভাই বুঝতে পারে অনেক দীর্ঘ কষ্টের শ্বাস এটা ।লুকিয়ে আছে না বলে অনেক কথা ।হঠাৎ মনটাকে ভালো করে দেওয়ার প্রচেষ্টায় বলে উঠে ,"প্রত্যকে ভিন্ন রূপের প্রচেষ্টা করে ! তাইনা? --হুম । --১ বছর হল ভাই ? --হুম ! --আরেকটিবার তো! আরিফ তাকে থামিয়ে দেয় ! বলে,"বিবর্তনের চোট তো আরেক বিবর্তনেই সারে ! " -- কিন্তু? --কিন্তু না ? আমি বেঁচে আছি ,বাঁচতে চাই ,আরেকজনকে ভাল দেখে হলেও ভালো থাকতে চাই । আরিফের হাতের উপর হাত রাখে সে ! চল চলে যাই! এই শীতল জলের পরশ আর মাখতে চাই না।ভালবাসার উষ্ণ পরশ শীতল জলে পরখ করতে চাই না! এই সরোবরের জল থেকে উঠে তারা হাটে উষ্ণ শহরের রাস্তার ধারে,রাস্তা চলছে ,চলছে গাড়ি,ছুটছে মানুষ আর সাথে দুজন বেদনাক্লীষ্ট মানুষ ! --এই রিকশা যাবেন? --হুম। --ভাড়া কত ? --৫০ টাকা । --উঠেন ভাই । --হুম চল! ছুটছে রাস্তা ছুটছে রিকশা পাশের মানুষ ও আছে কিন্তু কোনো গ্রহচারীর মত ,ছায়ানিবিড় ভাই , নেই বিবর্তিত সেই মানবী , বেদনা আর ইট ,কাঠ আর পাথরের রাস্তায় মিশে ছুটছে আরিফ ,পিষে যাচ্ছে অনুভূতি , বুকটা মচমচ করে ফুটছে ,ছোট ভাই জানে পোড়া ভালবাসা ! পুড়ে ,পুড়ে বিশুদ্ধ হচ্ছে ,কিন্তু সে জানে না দক্ষিনা হাওয়ায় পোড়া গন্ধ ছড়াবে কিনা?তাইতো সে রিকশায় বসে দক্ষিণা বাতাসে দীর্ঘশ্বাস নেয়! -- পোড়া ভালবাসা (বিবর্তনবাদের আরেক গল্প) লেখা:আরিফ।


কোন মন্তব্য নেই

enjoynz থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.