কিভাবে ইন্কজেট প্রিন্টারের কার্টিজে কালি রিফিল করতে হয়

 
ইঙ্কজেট প্রিন্টারের কার্টিজের রিফিল করতে অটোরিফিল সিস্টেমে কোনো ধরনের নতুন কার্টিজ কিনার প্রয়োজন হয়না
আমি এ পদ্বতিটি আগের ভিডিও গুলোতে হাতেকলমে দেখিয়েছি৷ ভিডিওগুলোর কৌশলগুলো যারা এখনো ভালো করে বুঝতে পারেননি এই ভিডিওটি তাদের জন্য৷






আপনারা নিশ্চই ইঙ্কজেট প্রিন্টারে রিফিলের সবচেয়ে যুগোপযোগী এবং কার্যকরি খুজছেন। আমি যে পদ্ধতি আবিষ্কার করেছি এ পদ্ধতিতে কন বাজে অভিজ্ঞতা হবেনা এবং পরিবেশ ও নস্ট হবেনা।আমি এই ভিডিওতে স্লাইড ও হাতেকলমে আরো সহজ করে বুঝানোর চেস্টা করেছি।
আশাকরি ভিডিওটি আপনার উপভোগ্য হবে।

হাত পা জামাকাপড় ঘরদোর সবকিছুতে কালি লেগে যায়
কার্টিজের হেড চুইয়ে কালি পড়ে যায় অর্থাৎ কালির অভারফ্লো হয়
কালি পরিমাণ মতো ঢুকেনা যার কারনে সব কালার একসাথে প্রিন্ট হয় না।
কার্টিজের ভিতর বাতাস আটকে যায় যাতে প্রিন্টের পরে কাগজের উপর বিভিন্ন জায়গায় কালি লেগে যায়

 আপনারা ইউটিউবের অন্যান্য ভিডিওগুলো দেখে প্রিন্টারে কালি রিফিল করতে এ সমস্যাগুলোর মধ্যে পড়েন তাই না??

আমি একেবারে সহজ পদ্ধতিতে দেখাবো কিভাবে ইন্কজেট প্রিন্টারের কার্টিজে কালি রিফিল করতে হয়

এতে আপনার সহজলভ্য উপকরণ ব্যাবহার করেই  সহজে ও সঠিক ভাবে প্রিন্টারে কালি রিফিল করতে পারবেন

আমার দেখানো এই পদ্ধতিতে প্রিন্টারে কালি রিফিল করলে আপনাকে কোনো ধরনের ঝামেলায় পড়তে হবেনা

এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে এখনি সাবস্ক্রাইব করে ফেলুন
আমি মো মাহাদী হাসান আছি আপনার সাথে
আমি নিয়মিত বিভিন্ন সমস্যার সমাধান মূলক ভিডিও দিব
এছাড়াও বিভিন্ন টেকনোলজি নিয়ে নানারকম ভিডিওও এই চ্যানেলের মাধ্যমে দেখতে পারবেন

এই ভিডিওতে একটি লাইক দিন
ভিডিওটি আপনার সোশাল মিডিয়ার টাইমলাইনে শেয়ার করুন
আপনার শেয়ারের মাধ্যমে আপনার মতো আরো মানুষ উপকৃত হতে পারবে

 আমার আবিষ্কৃত এই অটো রিফিল সিস্টেমে রিফিল করতে হলে আপনার শুধু পিস্টন ছারা একটি সিরিন্জ, উন্নতমানের কালি,  আর টিস্যু লাগবে

কমদামী উন্নতমানের চায়না প্রিন্টার রিফিলের কালি সম্পর্কিত আমার করা ভিডিওগুলো না দেখে থাকলে ডেস্কিপশনের লিংক ফলো করে দেখে নিতে পারবেন
সেখানে আমি ইপি-ডাই বেজডের একটি কালি সম্পর্কে ভিডিও দিয়েছিলাম
এই কালিটি কম দামের মধ্যে বেস্ট কালি
 ভালো ভাবে রিফিল করলেও প্রিন্টারে ভালো উন্নতমানের পিউর কালি রিফিল করতে না পারলে প্রিন্টে ভালো পারফরমেন্স পাবেন না
কোনোকোনো কালি আছে যেগুলো প্রিন্টার নস্টের জন্য দায়ী
তাই সঠিক কালি রিফিলের সাথে ভালো পিউর কালি না পেলে প্রিন্টারে কালি রিফিল করে কোনো লাভ হবেনা

অবশ্যই ইংকট্যাংক প্রিন্টার কেনা ভালো হবে
ওয়ারেন্টি শেষ হয়ে গেলে কমদামী চায়না একনম্বর পিউর কালি কালারফ্লাই ইপি-ডাই বেজড  ইউনিভার্সাল কালি ব্যবহার করে প্রিন্টের খরচ কমাতে পারবেন
প্রতি বোতলে ৭০০ পেইজের বেশি প্রিন্ট করতে পারবেন
একটা কালো কার্টিজে ৪৮০ পেইজ প্রিন্ট
আর রংগিন কার্টিজে ১৫০ পেইজ প্রিন্ট হয় 
এটি অফিসিয়াল হিসাব সঠিকভাবে ব্যবহার করতে পারলে আরো বেশি পেইজ আউটপুট আনা সম্ভব
এক বোতলে কালার ৩৩ বার রিফিল করা যায় আর কালো ১১ বার রিফিল করা যায়
সি আই এস এস এ তো একবার রিফিলে ২৮০০ এর মত পেইজ প্রিন্ট করা সম্ভব

কোন মন্তব্য নেই

enjoynz থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.