ছবি প্রিন্ট করলে মাঝ দিয়ে সাদা লাইন / রেখার মত দেখা যায়, ছবি ফ্রেশ প্রিন্ট হয় না, কার্টিজের হেডে কালি আটকে জ্যাম হয়ে গেছে, লাল বাতি জ্বলে থাকে করণীয় কি?




Watch This Video For Resolve Following Problem


This video I describe how to Use Inkjet printer to keep good print quality. I provided Best Tips & Tricks of Use Inkjet printer to keep good print quality. if you follow these Tips & Tricks of Use Inkjet printer to keep good print quality, then you can Stop Damage Printer.

Many time our print result show line break, fade print, blank page, these all type of problem you can solve by watching this video




প্রিন্ট করার পর দেখা যায় পেইজে কিছু কালারের কালি ঠিকঠাক মত আসছে, কিছু কালারের কালি ঠিকঠাক আসছেনা
ছবি প্রিন্ট করলে মাঝ দিয়ে সাদা লাইন / রেখার মত দেখা যায়, ছবি ফ্রেশ প্রিন্ট হয় না, ঝাপসা প্রিন্ট আসে।


প্রিন্টারের পাওয়ার বাটন আর ক্রস বাটন একসাথে চেপে ধরে ১৫ সেকেন্ড পর চেরে দেন একটা টেস্ট প্রিন্ট হবে। আশাকরি সমাধান হয়ে যাবে

যদি হালকা বা ঝাপসা করে প্রিন্ট হয় তাহলে কিছুদিন বেস্ট প্রিন্ট মুড বা হাই প্রিন্ট মুডে প্রিন্ট করতে পারেন
এভাবে রেগুলার প্রিন্ট করলে কিছুদিন পর ঠিক হয়ে যাবে

এরপরও যদি ঠিকঠাক ভাবে কালি না আসে তাহলে কার্টিজে কালি আছে কিনা দেখেন কম্পিউতা এ ইন্সটল করা প্রিন্টারের ড্রাইভারের ডেশবোর্ডে কার্টিজে কততুকু কালি আছে দেখা যায়
যদি কালি থাকে তাহলে প্রিন্টার থেকে কার্টিজ খুলে পরিস্কার ভেজা নরম কাপড় দিয়ে কার্টিজের হেড আর প্রিন্টারের যেখানে কার্টিজ লাগান সেখানে থাকা কানেক্টর গুলো পরিস্কার করে শুকিয়ে আবার কার্টিজ লাগান
সেই সাথে প্রিন্টারের যেখানে কার্টিজ লাগান সেখানে থাকা কানেক্টর গুলোও একটু পরিস্কার করে নিবেন
আর যদি কালি না থাকে তাহলে কালি রিফিল করা যাবে
অথবা কার্টিজ চেন্জ করতে পারেন

যদি আমার দেখানো কালারফ্লাই ইপি-ডাই ইউনিভার্সাল রিফিল ইঙ্ক দিয়ে আমার শেখানো প্রিন্টারের ইঙ্ক কার্টিজে কালি ঢুকানোর নিয়ম মেনে কালি রিফিল করার পরও দেখেন ছবি প্রিন্ট করলে মাঝ দিয়ে সাদা লাইন / রেখার মত দেখা যায়, ছবি ফ্রেশ প্রিন্ট হয় না, pint head কালি পড়ে, বা কার্টিজের উপরের ছিদ্র দিয়ে কালি উপচে পড়ে যাস সব সমস্যার একটাই সমাধান

কার্টিজের ছিদ্র দিয়ে সিরিঞ্জ অল্প একটু ঢুকিয়ে সব কালি থেকে অল্প অল্প কালি বের করে নিন তারপর একদিন ছিদ্র খোলা রেখে প্রিন্ট করুন তারপরও সমস্যা দেখা দিলে ডীপ প্রিন্ট বা বেস্ট মুড প্রিন্ট বা হাই কোয়ালিটি প্রিন্ট মুড যেটা আপনার প্রিন্টারে দেখায় সেটা কয়েকটা প্রিন্ট করুন
যদি তারপরও সমস্যাটির সমাধান না হয় তাহলে বুঝতে হবে আপনার কার্টিজের হেড জ্যাম
হেড জ্যাম সারানোর নিয়ম মেনে আপনাকে হেড পরিস্কার করুন

কার্টিজের হেডে কালি আটকে জ্যাম হয়ে যাওয়া, অবিরত লাল বাতি জ্বলা নিভা, ছবি প্রিন্ট করলে মাঝ দিয়ে সাদা লাইন / রেখার মত দেখা যাওয়া, ছবি ফ্রেশ প্রিন্ট না হওয়া

এই সমস্যাগুলোয় পড়তে না চাইলে

প্রিন্টার টা একটু ঠান্ডা জায়গায় রাখুন রোদ থেকে দূরে রাখতে হবে
কালি বাঁচাতে প্রতিদিন নিয়মিত প্রিন্ট করবেন প্রতিদিন নিয়মিত প্রিন্ট করবেন এবং প্রিন্টার সব সময় অন রাখবেন কারন প্রতিবার প্রিন্টার চালু করলে কিছু পরিমান কালি কার্টিজ ছেড়ে দেয় কালি খরচ কম হবে ও কালি শুকাবেও না। প্রিন্ট কোয়ালিটিও ভালো থাকবে

যদি কালি একদমই না আসে তাহলে বুঝতে হবে আপনার কার্টিজে কালি শুকিয়ে কালি হেড এ আটকে হেড জ্যাম বা ব্লক হয়ে গেছে
উপরের টিপস গুলো ফলো করলে কালি শুকাবে না আর হেড এ আটকেও যাবে না এ সমস্যা আর হবেনা এখন আসুন হেড জ্যাম সমস্যাটার সমাধান করি


কার্টিজের কালি গুলো সিরিঞ্জ দিয়ে টেনে বের করেন যাতে কোনো কালি ভিতরে না থাকে এরপর কার্টিজের ছিদ্রগুলো বন্ধ করে কার্টিজের হেড চুলা থেকে উঠানো গরম পানিতে ডুবিয়ে রাখুন যাতে হেডে আটকে থাকা কালি গলে বের হতে পারে। পানি ঠাণ্ডা হয়ে গেলে আরও কয়েকবার এভাবে গরম পানিতে রাখতে হবে ভুলেও চুলার উপর পানিতে ডুবিয়ে পানি জাল দিয়ে গরম করতে যাবেন না তাহলে কার্টিজ ও গলে যাবে। হেড জ্যাম সেরে গেলে কালি হেড দিয়ে বের হওয়া বন্ধ হবে এর পর আবার কার্টিজের কালি গুলো সিরিঞ্জ দিয়ে টেনে বের করেন কারন কিছু পানি হেড দিয়ে কার্টিজে ঢুকে যেতে পারে তারপর কার্টিজ রোদে ৩-৪ দিন শুকিয়ে আমার দেখানো নিয়মে আমার দেখানো ইপি - ডাই কালি রিফিল করুন ঝামেলা মনে হলে নতুন কার্টিজ কিনুন নীলক্ষেত এ কমদামে কালি রিফিল করে সব মডেলের প্রিন্টারের কার্টিজ বিক্রি করে সেগুলো কিনতে পারেন বা চায়না কার্টিজ ও পাওয়া যায়


M A Al Mamun আসসালামু আলাইকুম।
ভাইয়া,
আমার প্রিন্টার কানন আইপি ২৭৭০। (এর আগে সমস্যার কথা বলেছিলাম) কালো কালিতে (প্রিন্ট) সাদা লাইন আসছে। করণীয় কি?

ধন্যবাদ


DamLess কার্টিজে কালি আছে কিনা দেখেন
যদি কালি থাকে তাহলে প্রিন্টার থেকে কার্টিজ খুলে পরিস্কার ভেজা নরম কাপড় দিয়ে হেড পরিস্কার করে শুকিয়ে আবার কার্টিজ লাগান
সেই সাথে প্রিন্টারের যেখানে কার্টিজ লাগান সেখানে থাকা কানেক্টর গুলোও একটু পরিস্কার করে নিবেন
আর যদি কালি না থাকে তাহলে কালি রিফিল করা যাবে
অথবা কার্টিজ চেন্জ করতে পারেন


DamLess কালি একটু শুকিয়ে যাওয়ায় এরকম হচ্ছে
প্রিন্টার টা একটু ঠান্ডা জায়গায় রাখুন
রোদ থেকে দূরে রাখতে হবে
প্রতিদিন নিয়মিত প্রিন্ট করবেন
প্রিন্টার সব সময় অন রাখবেন
এখন যে কালি আছে এগুলো শেষ করেন
এরপরে কালি রিফিল করে প্রিন্ট করবেন
উপরের টিপস গুলো ফলো করলে এ সমস্যা আর হবেনা




Comments displayed successfully


ভাই আমার প্রিন্টারে ছবি প্রিন্ট করলে মাঝ দিয়ে রেখার মত দেখা যায়ছবি ফ্রেশ প্রিন্ট হয় নাকিন্তু যদি কার্টিজটা খুলে সোজাভাবে শূণ্যে ধরে ঝাকা দিই তারপর প্রিন্টারে লাগিয়ে প্রিন্ট করি তখন আবার ছবি সুন্দর হয়পরে আবার একই সমস্যা হয়এর কারণ কিকি করলে সমস্যাটি হবে নাভাই দয়া করে একটু বলবেন


vai reply koi?


রিপ্লাই দেয়ার সুযোগ তো রাখেন নাই স্প্যাম করে রাখছেন আমি তাই দেখিনাই প্রতিদিন নিয়মিত প্রিন্ট করলে এ সমস্যা হবেনা

@DamLess প্রতিদিনই প্রিন্ট করি এবং বেশ কয়েক কপি করে পাসপোর্ট সাইজের ছবি প্রিন্ট করি এবং বড় ছবিও মাঝে মাঝে প্রিন্ট করি তবুও ছবির মাঝ বরাবর রেখা দেখা যায়


ভাইআমি আপনার প্রায় সব ভিডিও দেখেছি। আমার এইচপি ২১৩৫ এ ব্ল্যাক কার্টিজে সমস্যা করছে। লাল বাতি বন্ধ করতে পারছিনা। এ নিয়ে আপনার ভিডিও দেখেছি। পাওয়ার বাটন আর একদম উপরের ক্রস বাটন একসাথে চাপার পরটেস্ট প্রিন্টিয়ের সময় ঠিকমত প্রিন্ট হয়। সব কালারই ঠিক মত আসে। কিন্ত একটু পরে আবার লালবাতি জলা শুরু করে। আবার কম্পিউটার স্ক্রিনে দেখাই your cartridge has been damaged....replace it. আপনার দেখানো সিস্টেম অনুযায়ী হাল্কা গরম পানিতে হেড কিছুক্ষন চুবিয়ে রাখছিভিজা টিস্যু দিয়েও হেড ক্লিন করছিএছাড়া সিরিঞ্জ দিয়েআপনার ভিডিও অনুযায়ী হেড দিয়ে আগের কালি বের করসি। এর সমাধান কি। এর সমাধান কিএটা কি ড্যামেজড হয়ে গেসে। নতুন কার্টিজ কি কিনতে হবে? ( উত্তর দিলে উপকৃত হতাম)



লাল বাতি জ্বলা অবস্থায় প্রিন্ট হবে সমস্যা নাই যদি প্রিন্ট নাহয় তাহলে কালি রিফিল করে কার্টিজকে পুরোপুরিভাবে টিস্যু দিয়ে বা কাপড়ে মুড়িয়ে পলিথিনে ভরে ইচ্ছামত ঝাঁকান এরপর কার্টিজ মুছে একদিন পর প্রিন্ট করুন কাজ হবে ইনশাল্লাহ


ভাইজানআমার ক্যানন পিক্সমা আইপি ২৭৭০ মডেলের একটা প্রিন্টার আছে ।  মাস হয়েছে কেনা। আপনার কথামতো কালারফ্লাই কালি ব্যবহার করি। মেসে রেখে এক মাসের মতো বাসায় ছিলাম। এসে দেখি ম্যাজেন্টা রং টা প্রিন্ট হচ্ছে না। কালার কাট্রিজটা বের করে এর মুখ টিস্যু পেপারে ঘষে দেখলাম তিনটা রং-ই সুন্দরভাবে আসছে। কিন্তু আবার সেট করেডিপ ক্লিনিং করেও ঠিক হলো না। এরপর সিরিন্জপানি দিয়ে রং বের করে দিয়েও কোন কাজ হয়নি। শুধু ম্যাজেন্টা রং টা আসছে না। সমস্যা কি তবে কাট্রিজে না প্রিন্টারেএকটা সলুশন দেন প্লিজভাইজান



কার্টিজ গরম পানিতে ৩ মিনিট ডুবিয়ে রাখুন এরপর কার্টিজের হেড থেকে টিস্যু দিয়ে পানি পুরোপুরিভাবে বের করে শুকিয়ে আবার কালি ঢুকান মনে রাখবেন আমার শেখানোর পদ্ধতিতে কালি রিফিল করবেন


@DamLess কার্টিজ গরম পানিতে ডুবিয়েটিস্যু দিয়ে রংপানি বের করেশুকিয়ে আবার কালি ঢুকালাম। অনেক আশা নিয়ে প্রিন্ট করে দেখি একই আছেকোনই পরিবর্তন নাই। আসলে সমস্যা কি কার্টিজে না প্রিন্টারে সন্দেহ হচ্ছে। কি করবো?
REPLY
visibility_off

refill kore dekhen thik hoy kina



MN Uddin Munna Ariyan Mahmud আমার পেইজেও কালি কিছু আসছে, কিছু আসছেনা


DamLess প্রিন্টার কি নতুন ?


 নতুন প্রিন্টার হলে প্রিন্টারের পাওয়ার বাটন আর ক্রস বাটন একসাথে চেপে ধরে ১৫ সেকেন্ড পর চেরে দেন একটা টেস্ট প্রিন্ট হবে। আশাকরি সমাধান হয়ে যাবে এরপরও যদি কালি না আসে তাহলে কার্টিজে কালি আছে কিনা দেখেন কম্পিউতা এ ইন্সটল করা প্রিন্টারের ড্রাইভারের ডেশবোর্ডে কার্টিজে কততুকু কালি আছে দেখা যায়
যদি কালি থাকে তাহলে প্রিন্টার থেকে কার্টিজ খুলে পরিস্কার ভেজা নরম কাপড় দিয়ে কার্টিজের হেড আর প্রিন্টারের যেখানে কার্টিজ লাগান সেখানে থাকা কানেক্টর গুলো পরিস্কার করে শুকিয়ে আবার কার্টিজ লাগান
সেই সাথে প্রিন্টারের যেখানে কার্টিজ লাগান সেখানে থাকা কানেক্টর গুলোও একটু পরিস্কার করে নিবেন
আর যদি কালি না থাকে তাহলে কালি রিফিল করা যাবে
অথবা কার্টিজ চেন্জ করতে পারেন

কালি একটু শুকিয়ে যাওয়ায় এরকম হচ্ছে
প্রিন্টার টা একটু ঠান্ডা জায়গায় রাখুন
রোদ থেকে দূরে রাখতে হবে
কালি বাঁচাতে প্রতিদিন নিয়মিত প্রিন্ট করবেন
প্রিন্টার সব সময় অন রাখবেন কার্বন প্রতিবার প্রিন্টার চালু করলে কিছু পরিমান কালি কার্টিজ ছেড়ে দেয়।
এখন যে কালি আছে এগুলো শেষ করেন
এরপরে কালি রিফিল করে প্রিন্ট করবেন
উপরের টিপস গুলো ফলো করলে এ সমস্যা আর হবেনা





ভাই, আমি কালি রিফিল করার জন্য ছিদ্র না করে ভুলবশত কাগজ তুলে রিফিল করে ফেলেসি। এজন্য আর প্রিন্ট হচ্ছেনা। এখন কি করবো?

প্রিন্টার থেকে কার্টিজ খুলে পরিস্কার ভেজা নরম কাপড় দিয়ে কার্টিজের হেড আর প্রিন্টারের যেখানে কার্টিজ লাগান সেখানে থাকা কানেক্টর গুলো পরিস্কার করে শুকিয়ে আবার কার্টিজ লাগান
DamLess

kivabe refill koresen ?





@DamLessকালিটা অনেক বছর আগেকার । আমার আগের Canon 2772 প্রিন্টারের জন্য ব্যবহার করা কালি। বোতোলে কোনো স্টিকার বা নাম নাই। তখন তো আর কালির এসব বুঝিনি। দোকানদার যা দিয়েছে সেটাই নিয়ে এসেছিলাম।

কাগজ তুলে ফেললে ও প্রিন্ট হবে সমস্যাটা অন্যখানে কালি রিফিলে আর রিফিলের কালিতে

কোন মন্তব্য নেই

enjoynz থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.