স্মৃতিময় ৮ ই ফাল্গুন ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শহীদ মিনার
এটি আমার বানানো ৩ নম্বর
শহীদ মিনার
২১ শে ফেব্রুয়ারি উপলক্ষে মাটি দিয়ে প্রথম শহীদ মিনার বানিয়েছি।
দ্বিতীয়বার
বানিয়েছি সিমেন্ট বালু আর মোটা তার দিয়ে
২। ছোট ভাইকে নিয়ে বাড়ীতে
থাকার জন্য কত কিছুই না করতাম । এটা সেটা বানিয়ে ছোট ভাইকে নিয়ে খেলতাম। আমি চাইলেই
আমার সমবয়সীদের সাথে খেলাধুলা করতে পারতাম । কিন্তু তাদের সাথে মিশলে ছোট ভাই একা একা
বসে থাকবেনা । হয় ঘরে বসে বসে কাঁদবে না হয় পানি দিয়ে খেলা করবে। ঘরের সাথেই খাল। খেয়াল
না রাখলে খালে নেমে যাবে। তাছাড়া আমিও ছোট ভাই ছাড়া থাকতে পারতাম না। আর ছোট ভাইও আমাকে
ছাড়া আর কারো কাছে থাকে না । বাড়ীতে দাদা দাদি চাচি চাচাতো ভাই থাকলেও আমাকে আশে পাশে
না দেখলে ছোট ভাই তাদের কাছেও থাকেনা। আমি ছোট ভাই দুইটাকে অনেক আদর করতাম তাই তাদেরকে
নিয়ে বাঁশ দিয়ে ঘর বানাতাম, খেলনা বানাতাম। কলাগাছের বাঁকল দিয়ে গাড়ি বানাতাম ।
কোন মন্তব্য নেই