রিফিলের জন্য কালি ও কার্টিজ কিনুন । Buy Ep-Dye Universal Refill Ink & Refilled Refillable Cartridge



রিফিলের জন্য কালি ও কার্টিজ কিনুন । Buy Ep-Dye Universal Refill Ink & Refilled Refillable Cartridge #DamLess #Buy_Refill_Ink_&_Cartridge #Inkjet_Printer_Problem_Solve_&_Solution Visit Us https://www.damless.com Email : info@damless.com, mahadi@damless.com Like Us Facebook.com/TheDamLess Join Us Facebook.com/groups/damless/ Subscribe Us YouTube.com/DamLess প্রিন্ট খরচ বাঁচানোর জন্য অনেকে কালি রিফিল করে আর কমদামের রিফিল করা কার্টিজ কিনে থাকে যেগুলোতে পরবর্তীতে কালি ঢুকিয়ে বা কালি রিফিল করে প্রিন্ট খরচ আরও কমানো যায়। আপনি যদি কালি রিফিল করে কোন ঝামেলা বিহীন ভাবে আজীবন কালি রিফিল করে চালাতে চান তাহলে আপনাকে বিশুদ্ধ কালি ব্যাবহার করতে হবে এবং আমার শেখানো কৌশলে প্রিন্টারে কালি রিফিল করতে হবে। যারা কালির ড্রাম ব্যাবহার করেন বা করবেন তাদেরকেও আমার শেখানো কৌশলে প্রিন্টারের কালির ড্রামে কালি রিফিল ও কালির ড্রাম বা কালির ট্যাঙ্ক সেটআপ করতে হবে। যাতে কোনোভাবে কালি নষ্ট হবেনা, হেড দিয়ে পড়ে যাবে না, প্রিন্টারের কার্টিজে বাতাস ও ঢুকবেনা, এক কালার আসে আরেক কালার আসে না এরকম ও হবে না। প্রিন্টারের ব্র্যান্ডের দেওয়া পিউর কালিগুলো দিয়া প্রিন্টারের কার্টিজ রিফিল অথবা কালির ড্রাম বা কালির সি আই এস এস ট্যাঙ্ক রিফিল করলে প্রিন্টারের কোনো ক্ষতি হয়না ভালো করে ব্যাবহার করলে আজীবন কালি রিফিল করে চালাতে পারবেন সমস্যা হল এই কালির বোতলের অনেক দাম প্রিন্টারের ব্র্যান্ড তফাৎ ভেদে কালির প্রতি বোতলের দাম ৮০০ থেকে ১২০০ হয়ে থাকে তাই চায়না কালারফ্লাই ব্র্যান্ড কমদামে ইপি-ডাই ক্লাসের ডাই বেজড এর উইনিভার্সাল রিফিল ইঙ্ক নামে একটি পিউর কালি সাপ্লাই করে কালারফ্লাই ব্রান্ডের ইপি-ডাই ক্লাসের ডাই বেজড এর উইনিভার্সাল রিফিল ইঙ্কের প্রিন্ট কোয়ালিটি নামীদামী প্রিন্টারের ব্র্যান্ডের কালির প্রিন্ট কোয়ালিটির মত প্রিন্টারে কালি রিফিলের জন্য কমদামের মধ্যে সর্বশ্রেষ্ঠ কালি হল কালাফ্লাই ইপি - ডাই বেজড বা ক্লাসের ইউনিভার্সাল রিফিল ইঙ্ক যেগুলো ঢাকার নীলক্ষেতে ৬৫ টাকায় পাওয়া যায় । এটি আমি নিজে ব্যাবহার করি । এটা ছাড়া আমি আর কোন পিউর কোয়ালিটির সন্ধান পাই নাই। তাই আমি এই ব্র্যান্ড ছাড়া অন্য কোনো কালি চিনিনা । আমি আপনাদেরকে বাজারে বেশি দেখা যায় এরকম কয়েকটি দূষিত চিনিয়েছি। আমার ধারনা ইপি-ডাই ছাড়া কম দামে আর কোন কালি নেই । দেখলাম অন্যান্য ব্লগাররা অকপটে এই কালির গুনগান করছে তাই আমার এই ধারনা। অনেকে আরও কিছু কালি দেখালেও আমি সেগুলো বিশ্বাস করতে পারিনা। কারন আমার নকল কালি কিনে কালির পিছনে যে খরচ হয়েছে সেই টাকায় আমি আরও কয়েকটা প্রিন্টার কিনতে পারতাম । এসব কালিতে ভেজাল মিশ্রিত করা থাকে। যার কারণে এগুলো প্রিন্টারের কার্টিজের হেডের মাঝে আটকে হেড জ্যাম সৃষ্টি করে। যাকে Head jam, Head clogged, Head block বলে। কালারফ্লাই ইপি - ডাই ইউনিভার্সাল কালি অনেক বিশুদ্ধ ভেজাল মুক্ত। এটি হেড জ্যাম করে না। কারটিজ ও নষ্ট করেনা। এটি মূলত ফটো প্রিন্ট এর কালী। তাই টেক্সট প্রিন্ট পুরো নিখুঁত আসেনা। বাকি সব ঠিক আছে। এটি লিকেজপ্রুপ। কালী লিকেজ ও করেন। কিছুটা গাঢ় থাকায় এর প্রিন্ট পিগমেন্ট বেজড কালির সাথে তুলনা হয়না। (কালারফ্লাই ইপি - ডাই ইউনিভার্সাল রিফিল ইংক) কালিটা প্রিন্টার ১৫-১৬ বছর ব্যবহার করে এমন সিনিয়র পন্ডিতরা ইপি - ডাই কালিটার কথা বলে। আমার পরিচিতরা ইপি - ডাই কালি রিফিল করে প্রিন্টার আরামসে কোনো সমস্যা ছাড়া ৭-৮ বছর ব্যবহার করে আসছে। আমি নিজে ইপি - ডাই কালি রিফিল করে ৪-৫ বছর প্রিন্টার ব্যবহার করছি। সুতরাং না জেনে বলছিনা। প্রিন্টার এর একটি অরজিনাল কার্টিজের দাম প্রায় সাড়ে 800 থেকে 1000 হয়ে থাকে কিন্তু বাজারে অনেকগুলো রিফিল কার্টিজ পাওয়া যায় যে কার্টিজ গুলোর মধ্যে বিভিন্ন সফটওয়্যার মাধ্যমে মডিফাই করে ঢুকিয়ে সেটাকে রিফিল উপযোগী করে বাজারে বিক্রি করছে এইসব কার্টিজে যেকোনো সময় আপনি কালি রিফিল করতে পারবেন এবং অরজিনাল কার্টিজে অনেক সময় কালি রিফিল করতে গেলে নানা ধরনের ঝামেলা দেখা যায় সেই ঝামেলা গুলো রিফিলড কার্টিজ এ দেখা যায় না যেমন কার্টিজ অনেকসময় কালি রিফিল করলে সেটার প্রিন্টারের সাপোর্ট করে না আবার কার্টিজের অনেক দাম হওয়ার কারণেই আমরা নতুন কার্টিজ কিনতে চাই না এই ধরনের রিফিল কার্টিজ গুলোর দাম প্রায় 350 থেকে 400 হয়ে থাকে আমি এই পর্যন্ত যতবার যত দোকানে গিয়েছি ততখানিই দেখেছি একটি কার্টিজের দাম 400 মূল্য চাইলেও 350 টাকা দিয়ে কিনা যায় আবার এক জোড়া কিনলে 700 টাকা দিয়ে পাওয়া যায় তবে অনেক ক্ষেত্রে দোকানদাররা ভুলিয়ে ভালিয়ে নকল কালি রিফিল করা কার্টিজ ও ধরিয়ে দেয় । এধরনের কার্টিজ চিনার উপায় নিয়ে আমি ভিডিওটা করেছি bit.ly/cr350tk আপনি যদি আমার মাধ্যমে কুরিয়ারে কালাফ্লাই ইপি - ডাই বেজড বা ক্লাসের ইউনিভার্সাল রিফিল ইঙ্ক আর রিফিলেবল, রিমেনুফেকচারড, রিফিলড কার্টিজ কিনে নিতে চান তাহলে ফেসবুক পেইজে নাম ঠিকানা মোবাইল নম্বর কুরিয়ারের ঠিকানা লীখে পাঠিয়ে ৪ বোতল কালি ও অন্যান্য খরচসহ ৫০০ টাকা ২টা কার্টিজ ও অন্যান্য খরচসহ ১০০০ পরিশোধ করে প্রি-অর্ডার করতে হবে All Copyright Reserved | Md. Mahadi Hasan Rakib | DamLess | BadHin | 2019 I regularly Upload best video tutorial about solve hp, cannon, Lexmark, Epson, brother inkjet printer, ink cartridge refill, ciss, ink tank, ink dram problem best easy solution in Bangla.

1 টি মন্তব্য:

  1. আচ্ছা, আমি পুনরায় রিফিল যোগ্য কার্টিজ নিতে চাচ্ছি ৷ আপনি কি এখনো সেটি দিয়ে থাকেন!?

    উত্তরমুছুন

enjoynz থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.